"বিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা" শিরোনামে সংবাদ আজ বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইল...
"বিরামপুরে ছাত্রদল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে থানায় মামলা" শিরোনামে সংবাদ আজ বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় নিউজ পোর্টাল ডেইলি জয়পুরহাটে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে জেলা ছাত্রদল। ঘটনার সত্যতা প্রমাণিত হওয়া দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টাই বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব সেতু।
দিনাজপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সেতু বলেন, আজ সকালে ডেইলি জয়পুরহাট অনলাইনে বিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ এর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ মর্মে নিউজ দেখতে পাই। থানায় তার বিরুদ্ধে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এর সত্যতা পেয়েছি। যেহেতু সাংগঠনিক শৃংখলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ পেয়েছি। সেহেতু তাকে জেলা ছাত্রদলের জরুরী সিদ্ধান্ত মোতাবেক আব্দুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই