Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দুধ নিয়ে বিপাকে কালাইয়ের খামারিরা

জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন বাজারে খাবার দুধ বিক্রি হচ্ছে পানির চেয়েও কম দামে। সুষম খাদ্য হিসেবে পরিচিত প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মা...

জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন বাজারে খাবার দুধ বিক্রি হচ্ছে পানির চেয়েও কম দামে। সুষম খাদ্য হিসেবে পরিচিত প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে মাত্র ২৫-৩০ টাকা। যা বাজারের বোতলজাত লিটার পানির চেয়েও ১০-১৫ টাকা কম।

বাজারে দুধের সরবরাহ বেশি এবং চাহিদা কমে যাওয়ায় অনেক খামারিই এখন বাধ্য হয়ে কম দামে দুধ বিক্রি করছেন। অন্যদিকে গো-খাদ্যের দাম বেড়ে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে খামারিরা। শনিবার(৫ জুলাই) দুপুরে সরেজমিনে উপজেলার বাইগুনী চারমাথা বাজারে দেখা যায়, প্রতিদিনের মতোই আশপাশের প্রায় ১০-১২ গ্রামের স্থানীয় খামারি ও কৃষক বাজারে দুধ বিক্রি করতে এসেছেন। মান ভেদে প্রতি লিটার দুধ বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা লিটার। ৩০-৩৫ মন দুধ কেনা বেছা হয় বাইগুনি চারমাথা বাজারে।

মোহাইল  গ্রাম থেকে দুধ নিয়ে আসা খামারী রাশেদুল  ইসলাম বলেন, আজকে দুধের দাম পাইলাম ৩০ টাকা যা অন্য দিনের তুলনায় কম। ভুষি ও খৈল খাইয়ে আমার হাতে আর এক টাকাও নেই। 

বাইগুনী থেকে দুধ বিক্রি করতে আসা আব্দুল ওহাব  বলেন, ৩০ টাকা দরে দুধ বিক্রি করলাম গো-খাদ্য কিনে চা খাওয়ার পয়সাও রইল না। 

বাগোইল গ্রামের মেহেদুল বলেন দুধের যে দাম তাতে গরু পালন করাই কঠিন। সরকারের কাছে দাবী জানাই স্থানীয়ভাবে নির্দিষ্ট মূল্যে যেন দুধ ক্র‍য় করা হয়।তাতে কিছুটা হলেও আমাদের মত কৃষকের উপকার হবে।

বাইগুনী বাজারের দুধ ব্যবসায়ী মো. ছানাউল হকের সাথে কথা বললে তিনি বলেন, বর্ষাকালে দই, মিস্টি ও ছানার চাহিদা কম থাকে। তাই দুধের দাম এখন অনেকটা কম।

সাবেক ফুটবলার ও স্থানীয়  ব্যবসায়ী আবু হানিফ বলেন, যেখানে প্রতিটা দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী বাজার সেখানে দুধের দাম কম হওযায় স্থানীয়  কৃষক ও খামারিরা দুগ্ধ জাত প্রক্রিয়া থেকে আগ্রহ হারিয়ে ফেলবে। নির্দিষ্ট দামে ক্রয় করার জন্য সরকারের কাছে অনুরোধ  জানান।  এ বিষয়ে কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মনিরুজ্জামানের  সাথে কথা বললে তিনি জানান, মাঠ  ফাকা ও পর্যাপ্ত ঘাস থাকার কারণে দুধের উৎপাদন বেশি হচ্ছে এবং  দুধ ও ছানার চাহিদা কম থাকায় প্রতি বছর এ সময় দুধের দাম কমে যায়। অল্প সময়ের মধ্যে আবার ঠিক হয়ে যাবে

এ টি এম সেলিম সরোয়ার।

 

কোন মন্তব্য নেই

Ads Place