জয়পুরহাটের মঙ্গলবাড়ি এমএম ডিগ্রী কলেজে এইএসসি পরীক্ষর্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরণের সময় ফ্যাসিস্ট সমর্থিত শিক্ষক দ্বারা ছাত্রদলের উপর হ...
জয়পুরহাটের মঙ্গলবাড়ি এমএম ডিগ্রী কলেজে এইএসসি পরীক্ষর্থীদের মাঝে পরীক্ষা উপকরন বিতরণের সময় ফ্যাসিস্ট সমর্থিত শিক্ষক দ্বারা ছাত্রদলের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতা-কর্মীরা মানববন্ধন করে।
অভিযুক্ত শিক্ষকের নাম মোস্তাফিজুর রহমান পিনু। তিনি মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বলে জানাগেছে।
এসময় এম এম ডিগ্রি কলেজ শাখার সভাপতি আরিফ হোসেন ইলিয়াছ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন দোগাছী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহান কবির, কলেজ শাখার সিনিয়র সহসভাপতি মিরাজ হোসেন, সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, মঙ্গলবাড়ী ময়েজ মেমোরিয়াল ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান পিনু ফ্যাসিস্ট দলের ইশারায় ছাত্রদলের উপর বর্বর হামলা চালিয়েছেন। অবিলম্বে ঘটনার তদন্ত করে দোষী শিক্ষকের শাস্তির দাবি জানান তারা।
মাহফুজ রহমান।
কোন মন্তব্য নেই