দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটাকে ৫ লাখ টাক...
দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ইটভাটার চিমনি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল থেকে দিনব্যাপী উপজেলার ঢেরেরহাট ও দক্ষিণ পলাশবাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড ইনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা জানান, মেসার্স ভাই ভাই ব্রিকসকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনের কারণে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেসার্স এ আর বি ব্রিকস ও মেসার্স সততা ব্রিকস নামের দুইটি ইটভাটার চিমনি সম্পূর্ণরূপে ভেঙে ফেলা হয়।
তিনি আরও বলেন, অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। পরিবেশ রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না।
অভিযানে সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজ এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের রিসার্চ অফিসার রুনায়েত আমিন রেজা।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই