Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে ভোটের আমেজে মাতলো স্কুল শিক্ষার্থীরা

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে  ব্যতিক্রমধর্মী ডেমো নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের সহযোগিতায় কালাই উ...

জয়পুরহাটের কালাইয়ে শিক্ষার্থীদের নিয়ে  ব্যতিক্রমধর্মী ডেমো নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা পরিষদের সহযোগিতায় কালাই উপজেলা প্রশাসনের বাস্তবায়নে উপজেলা পরিষদের মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের ডেমো নির্বাচনে অংশ নেয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কাকলি শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয় এবং  কালাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা। উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে গণতন্ত্রের পাঠ নেয় তারা।

 একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ভোট গ্রহণ এবং ভোট গণনা প্রক্রিয়াকে নির্বিঘ্ন ও ত্রুটিমুক্ত রাখার প্রচলিত ভোট গণনা পদ্ধতিতে কিছুটা অস্পষ্টতা থাকায় নির্বাচনের দিনে অধিকাংশ কেন্দ্রে ভোট গণনা নিয়ে বিভিন্ন সমস্যার উদ্ভব হয় গভীর রাত পর্যন্ত বিলম্ব হয় মারামারি বা আইনশৃঙ্খলার অবনতি হয় এ অবস্থা থেকে উত্তরণের জন্য আধুনিক পদ্ধতিতে ভোট গ্রহণ ও গণনা বিষয়ে আলোচনা করা হয়। 

 শিক্ষার্থীরা নিজেরাই প্রার্থী নির্বাচন করে, লাইনে দাঁড়িয়ে ভোট দেয় এবং গণনা করে।

ব্যালট পেপার, ভোটার তালিকা, ভোট বাক্স, এমন কি গণনার প্রক্রিয়া ও হুবহু প্রচলিত নির্বাচনের মতো। 

আগের পদ্ধতিতে ভোট গণনায় যেসব অভিযোগ এতে কারচুপি, বিশৃঙ্খলা ও সময়ক্ষেপণতা এড়াতে শিক্ষার্থীরা প্রস্তাব করে আধুনিক পদ্ধতির। টেবিল চেয়ারে বসিয়ে গণনার প্রক্রিয়া দেখায় তারা, যেখানে প্রত্যেক প্রার্থীর এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত  ছিল। শিক্ষার্থীরা নাটিকার মাধ্যমে এই পুরো পদ্ধতি উপস্থাপন করে, যা উপস্থিত সবার দৃষ্টি কাড়ে। 

 শিক্ষার্থী মাসুম, তানভীর ও হাবিবা বলেন প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে আধুনিক পদ্ধতিতে কিভাবে ভোট গণনা করতে হয় সেই বিষয়টিও দেখানো হয়েছে। এখানে এসে ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। নির্বাচন সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানতে পেরেছি।

 জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সচেতন নাগরিক হিসেবে শিক্ষার্থীদের মাঝে দায়িত্ববোধ জাগানো এই আয়োজনের লক্ষ্য। শিক্ষার্থীরা একটি আধুনিক প্রক্রিয়ায় স্বচ্ছভাবে ভোট নেওয়া ও গণনা দেখলো। আমরা নির্বাচন কমিশনে এই প্রক্রিয়ার প্রস্তাব পাঠাবো।

কালাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেকার রহমান বলেন, নতুন প্রজন্ম হিসেবে শিক্ষার্থীদের ভবিষ্যতের নাগরিক হিসেবে নিজের ভোটাধিকারকে গুরুত্বপূর্ণ ভাবতে হবে এবং সেজন্য এসকল বিষয় জানতে হবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান বলেন, আধুনিক পদ্ধতিতে শিক্ষার্থীদের ভোটগ্রহণ ও গণনা দেখানো হয়েছে। ভবিষ্যতের জন্য ভোটগণনায় ডিজিটাল পদ্ধতির ব্যবহার করে আধুনিক প্রস্তাবও তুলে ধরেন। জেলা পরিষদের মাধ্যমে নির্বাচনে কমিশনে এই আধুনিক প্রস্তাবটি পাঠানো হবে।

আব্দুন নুর নাহিদ।

 

কোন মন্তব্য নেই

Ads Place