আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে জয়পুরহাট ডে...
আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে জয়পুরহাট শহরের সবুজ নগর জাকস ফাউন্ডেশনের হল রুমে জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট ডেভলপমেন্ট ফোরামের আহবায়ক নুর ই আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী, জয়পুরহাট পৌরসভার প্রশাসক সবুর আলী, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল হাকিম মন্ডল,জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, বিশিষ্ট শিল্পপতি আনারুল হক আনু, জয়পুরহাট সুগার মিল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্লা, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মামুনুর রশিদ, জয়পুরহাট শহর বিএনপি'র সভাপতি আমিনুল হক বকুল, জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব ইঞ্জিনিয়ার বাতেন হোসেন সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও জেলার সুধী ব্যক্তিরা।
এ সময় জয়পুরহাট ডেভেলপমেন্ট ফোরামের পক্ষ থেকে জেলার গুরুত্বপূর্ণ ১৯ টি উন্নয়ন প্রকল্প জেলা প্রশাসকের মাধ্যমে সরকারের নিকট পেশ করা হয়।
রেজাউল করিম রেজা।
কোন মন্তব্য নেই