Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে স্কুলের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে। বিদ্যালয়ের ...

জয়পুরহাটের কালাই উপজেলার শিবসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা দখলের অভিযোগ উঠেছে। ওই জায়গায় স্থায়ী স্থাপনা তৈরি করা হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাম্মি আখতার অভিযোগ করেছেন, শিবসমুদ্র গ্রামের আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম স্কুলের জমিতে জোরপূর্বক ঘর তুলেছেন।

তিনি আরও জানান, বিদ্যালয়টি ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান দাগ নং ১১৬৯ ও ১২৭০, খতিয়ান নং ৩৭, আরএস খতিয়ান ১৫৪।

প্রধান শিক্ষিকা সীমানা নির্ধারণের জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে আবেদন করেন। ওই আবেদনের পররই ইউএনও একটি কমিটি গঠন করেন। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নেতৃত্বে গঠিত কমিটি সীমানা নির্ধারণ করে।

এরপর শিক্ষিকা শ্রমিক নিয়ে বেড়া দেওয়ার কাজ শুরু করলে, আনোয়ার ও সাইফুল বাধা দেন। তাঁরা শিক্ষকদের ভয়-ভীতিও দেখান। শুধু তাই নয়, পরবর্তীতে তাঁরা স্কুলের জায়গায় ইট, বালু, সিমেন্ট এনে স্থায়ী ঘর তৈরি করেন।

আনোয়ার ও সাইফুল দাবি করেন, ওই জায়গার মালিক তাঁরাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা আক্তার জাহান বলেন, “স্কুলের জমি দখলের সুযোগ নেই। আইনি ব্যবস্থার মাধ্যমে জমি ফেরত আনা হবে।”

মো. আতাউর রহমান।

 

কোন মন্তব্য নেই

Ads Place