দিনাজপুরের হাকিমপুরে (হিলি) সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে হিলি এলএসডি খাদ্য গুদামের ধান-চা...
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) সরকারিভাবে চলতি বোরো মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। উদ্বোধন করা হয়েছে হিলি এলএসডি খাদ্য গুদামের ধান-চাল সংগ্রহের কার্যক্রম।
সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টায় হিলি এলএসডি খাদ্যগুদামে এ সংগ্রহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, উপজেলা খাদ্য কর্মকর্তা খালেদা বেগম, গুদাম কর্মকর্তা সাজেদুর রহমান হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের তথ্যমতে, এবার হাকিমপুর উপজেলায় ৩৬ টাকা কেজি দরে ৫৪৮ মেট্রিক টন ধান, ৪৯ টাকা কেজি দরে ৪০৯ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই