দিনাজপুরের হিলিতে ২০০ বস্তা (সাড়ে ৫ মেট্রিকটন) খাদ্য বান্ধব কর্মসূচীর চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়। শনিবার (২৬ এপ্রিল) র...
দিনাজপুরের হিলিতে ২০০ বস্তা (সাড়ে ৫ মেট্রিকটন) খাদ্য বান্ধব কর্মসূচীর চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
শনিবার (২৬ এপ্রিল) রাতে উপজেলার ৩নং আলীহাট ইউনিয়নের পাশের একটি গুদাম থেকে এসব চাল জব্দ করেন তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আলীহাট ইউনিয়নের পাশে একটি গুদামে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল অবৈধ ভাবে মজুদ রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ঐগুদামে থানা পুলিশ ও উপজেলা খাদ্য গুদামের লোকজন নিয়ে অভিযান পরিচালনা করি। অভিযান চালিয়ে ২০০ বস্তা (সাড়ে ৫ মেট্রিকটন) খাদ্য বান্ধবের চাল জব্দ করি।
তিনি আরও বলেন, সরকারি চাল অবৈধভাবে মজুদ করার অপরাধে মামলা দায়ের করা হবে এবং এর সাথে কারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে মামলা করা হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই