দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর...
দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচজন সাংবাদিকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে আমার দেশ পাঠকমেলা জয়পুরহাট শাখা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে আমার দেশ পাঠকমেলার জয়পুরহাট জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক আশরাফুল আলম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক সাধারণ সম্পাদক মাসুদ রানা সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, একুশে টিভির জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি ওমর আলী বাবু, লাখোকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ইসমে ইসমাইল হোসেন, সানশাইন পত্রিকার জেলা প্রতিনিমধি শাহাবুদ্দিন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ' ৪৮ ঘন্টার মধ্যে 'দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে। এবং এ মিথ্যা মামলা দায়েরের জন্যে জন্য বাদী মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করে অবিলম্বে তাঁকে গ্রেপ্তার করতে হবে। সাংবাদিকের কাজ সমাজ ও রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে যে অনিয়ম, দূর্নীতির ঘটনা ঘটে- অনুসন্ধানের মাধ্যমে সেগুলো বের করে আনা। অন্যায় অপরাধের কাছে মাথানত না করে প্রকৃত ও সত্য ঘটনা তুলে ধরা। ঠিক এ-ই কাজটিই করেছিলেন 'দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
তাই তাঁর বিরুদ্ধে যে মামলা চলমান আছে, দ্রুত তা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় সকল শ্রেণি পেশার মানুষকে সাথে নিয়ে সারাদেশে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।'
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই