জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ...
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে নিশ্চিন্তা-ইটাখোলা সড়কের মুন্দাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাটের ক্ষেতলালের ইটাখোলা-নিশ্চিন্তা সড়কের মুন্দাইল গ্রামের সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এ সময় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।
নিহতরা হলেন, জহুরুল ইসলাম (৪৪) ও দুলাল হোসেন (৩৬) । তাদের উভয়ের বাড়ি ক্ষেতলাল উপজেলার কাজীপাড়া ও নওয়ানা গ্রামে।
ঘটনাস্থলে মারা যায় জহুরুল আর হাসপাতালে নেওয়ার পথে মারা যায় দুলাল।
ওসি জানান, আলু বহনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই