ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে...
ক্রিড়াই শক্তি ক্রিড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে মেয়র কাপ ক্রিকেট টুনামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে পৌর সভার উদ্যোগে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পৌর সভার ৯ টি ওয়াডের ৯ টি দল অংশ গ্রহন করেন। ফাইনাল খেলায় অংশগ্রহন করে পৌর সভার ৩ নং ওয়ার্ড (উত্তর বাসুদেবপুর) ও ২ নং ওয়ার্ড (ধরন্দা ফকিরপাড়া) দল। খেলায় ২০ ওভারে ২ নং ওয়ার্ড (ধরন্দা ফকিরপাড়া) দল ১২০ রান করে ওলআউট হয়। পরে ২০ ওভারে ৩ নং ওয়ার্ড (উত্তর বাসুদেবপুর) ১২১ রান করে জয়লাভ করেন।
খেলা শেষে বিজয়ী দলকে একটি বড় গোল্ড কাপ ট্রফি ও নগদ ২৫ হাজার টাকার এবং পরাজিত দলকে একটি ছোট গোল্ডকাপ ট্রফি ও নগদ ১৫ হাজার টাকা তুলেন দেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত এবং উপজেলা নিবার্হী অফিসার নুর-এ আলম। এসময় সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন,উপজেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক কাহের উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন প্রতাব মল্লিক,প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ কাউন্সিলরবৃন্দরা উপস্থিত ছিলেন।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।
কোন মন্তব্য নেই