Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধ  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্...

জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযুদ্ধ  স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভাসহ নানা কর্মসূচিতে দিবসটি পালন করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন, কালাই পৌরসভা,কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কালাই ডিগ্রি কলেজ পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে স্মৃতিসৌধে মঞ্চেই উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন। 

এছাড়াও বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ও কালাই পৌরসভার মেয়র রাবেয়া সুলতানা, সহকারী কমিশনার ভূমি জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, আহম্মেদাবাদ ইউপি চেয়ারম্যান আলি আকবর, উপজেলা কৃষি অফিসার অরুণ চন্দ্র রায়,কালাই থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন, মুক্তিযোদ্ধা বাবু মুনিশ চৌধুরী, কালাই সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দীন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেনদ্রনাথ।

পুষ্পস্তবক ও আলোচনা সভা শেষে সকল শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ১৯৭১ সালে বছরব্যাপী পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যা করে। এই দিনে চুড়ান্ত বিজয়ের প্রাক্কালে (১৪ ডিসেম্বর) বাংলাদেশের অসংখ্য শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের ধরে নিয়ে নির্যাতনের পর তাদেরকে হত্যা করে। তাই এই দিনটিতে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ ঘোষণা করেন।

আব্দুন নুর নাহিদ।



কোন মন্তব্য নেই

Ads Place