Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলিতে সাংবাদিকদের ওপর হামলা, ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা

  হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামালার শিকার হয়েছেন কয়েক জন গণমাধ্যমকর্মী। এসময় বেসরকারি টেলিভ...

 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্ট যাত্রী পারাপারের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামালার শিকার হয়েছেন কয়েক জন গণমাধ্যমকর্মী। এসময় বেসরকারি টেলিভিশন আরটিভির সাংবাদিকের কাছ থেকে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা।

শনিবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় এনটিভির প্রতিনিধি জাহিদুল ইসলাম, সময় টিভির শফিকুল ইসলাম শফিক, আরটিভির আব্দুল আজিজ, এখন টিভির সোহেল রানা, এশিয়ান টিভির শাহিন, বাংলা টিভির কুদ্দুস আলী, চ্যানেল এস টিভির লুৎফর রহমান, রাইজিং বিডির মোসলেম উদ্দিন, জয়পুরহাট খবর ও ডেইলি জয়পুরহাটের প্রতিনিধি মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা বলেন, সকালে পাসপোর্ট যাত্রী পারাপারের খবর সংগ্রহ করতে গেলে একদল দুর্বৃত্ত উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে। একপর্যায়ে তারা আরটিভির ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে খবর পেয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুর এ আলম ও হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম ঘটনাস্থলে আসেন।

এ বিষয়ে ওসি আবু সায়েম বলেন, হিলি চেকপোস্টে সাংবাদিকদের ওপর হামলা হয়েছে, এমন সংবাদে ঘটনাস্থলে আসি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের আইনের আওতায় আনা হবে।

হাকিমপুরের ইউএনও মোহাম্মদ নুর-এ-আলম বলেন, হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।


কোন মন্তব্য নেই

Ads Place