Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে মরা গাছের ডাল কাটতে গিয়ে একজন নিহত

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল মহল্লায় এম ইশরাত হিমাগারের ভিতরে একটি মরা ইউক্ল্যালিপ্টাস গাছের ডাল কাটতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্য...

জয়পুরহাটের কালাই পৌরসভার সড়াইল মহল্লায় এম ইশরাত হিমাগারের ভিতরে একটি মরা ইউক্ল্যালিপ্টাস গাছের ডাল কাটতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি ঘটনা স্থলেই নিহত হয়েছেন। রোববার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। এলাকাবাসী খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহত ব্যক্তি কালাই পৌরসভার সড়াইল মহল্লার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় বেলা ১২টার দিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টুকটুক তালুকদার এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন।

স্থানীয় পৌর কাউন্সিলর রেজাউল ইসলাম বলেন, ' নিহত লোকটি অত্যন্ত গরীব। তাঁর দুজন স্ত্রী। চারজন সন্তান। ছেলে-মেয়েরা ছোট। বড় স্ত্রীর এক ছেলে এক মেয়ে। ছোট স্ত্রীর দুটি ছেলে সন্তান আছে। বাবার মৃত্যুতে সন্তানরা বেশ কষ্টের মুখে পড়বে।'

এম ইশরাত হিমাগারের ব্যবস্থাক রাইহান আলম রোববার বিকেলে বলেন, ' আমি হিমাগারের অফিসে কাজে  ব্যস্ত ছিলাম। বেলা ১১টার দিকে হিমাগারের লোকজনদের চিৎকার, চেচামেচি শুনে বাইরে আসি। তখন জানতে পারি দুর্ঘটনার খবর। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে নিশ্চিত হই- শহিদুল ইসলাম দা-দড়ি হাতে নিয়ে সকাল ১০টার দিকে হিমাগারে প্রবেশ করছেন।  তিনি হিমাগারের ভিতরে একটি গাছের মরা ডাল কাটতে গিয়ে নিহত হয়েছেন।'

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দীন রোববার বিকেলে বলেন, 'খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের স্বজনদের জন্য অপেক্ষা করছি। তাঁরা অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অন্যথায় লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হবে।'

মো.আতাউর রহমান।



 

কোন মন্তব্য নেই

Ads Place