বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে ব্যাটারি চালিত ইজিবাইকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্ট...
বাড়ি থেকে মাদ্রাসা যাওয়ার পথে রাস্তায় একা পেয়ে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে ব্যাটারি চালিত ইজিবাইকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় স্থানীয়রা ইজিবাইকের চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা ফতেপুর এলাকায় এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শ করে পাঁচবিবি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক মোঃ মারুফ আফজাল রাজন তাকে ২ হাজার টাকা জরিমানাসহ ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।
আটককৃত ইজিবাইকের চালক হলেন- পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত নাছির উদ্দীনের ছেলে বেলাল (৩০)।
স্থানীয় ইউপি সদস্য আহম্মেদ আলী বলেন, ওই মাদ্রাসা ছাত্রী বাড়ি থেকে বের হয়ে মাদ্রাসায় যাচ্ছিলেন। পথে ইজিবাইক চালক ওই যুবক মেয়েটিকে জোর করে ইজিবাইকে তুলে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই ছাত্রী ইজিবাইক থেকে লাফ দিয়ে নামাতে চেষ্টা করলেও ওই যুবক বোরকা টেনে ধরে। পরে মেয়েটির চিৎকারে স্থানীয়রা ছুঁটে এসে যুবক আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশে এসে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানা হেফাজতে নেয়।
আল কারিয়া চৌধুরী।
কোন মন্তব্য নেই