স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি ইনজেকটেবলস, খাবার বড়ি ও কনডমের বিশেষ ক্যাম্প আয়োজন উপলক্ষে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে এ্যাডভোকে...
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন পরিবার পরিকল্পনা বিভাগের ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. শীতেন্দ্রনাথ শেখর, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. জুয়েল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আকতার, পুুুনট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ উদ্দিন প্রমুখ।
এ্যাডভোকেসি সভায় জানানো হয়, আগামী ২০ থেকে ২২ সেপ্টেম্বর তিন দিনব্যাপী স্বল্প মেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি কার্যকর করার লক্ষ্যে জন্ম নিরোধক হিসেবে- খাবার বড়ি, কনডম ও ইনজেকশনের উপর মাঠ পর্যায়ে প্রচারণা কার্যক্রম ও সেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে ।
মো. আতাউর রহমান।
কোন মন্তব্য নেই