Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

শিক্ষক লাঞ্ছনা ও হত্যার প্রতিবাদে জয়পুরহাটে বাম জোটের সমাবেশ

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বাম জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে নড়াইলের অধ্যক্ষ স্বপন ক...

জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে বাম জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল। বুধবার দুপুরে জয়পুরহাট জেলা শহরের জিরো পয়েন্ট পাঁচুর মোড়ে নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমারকে হেনস্তা ও শিক্ষক উৎপল সরকারকে হত্যার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশ সভাপতিত্ব করেন জেলা বাসদের আহ্বায়ক ও বাম জোটের শীর্ষ নেতা ওয়াজেদ পারভেজ। এ সময় বক্তব্য দেন জেলা 'সিপিবি'র সভাপতি দেওয়ান মোহাম্মদ বদিউজ্জামান বদি, জেলা বাসদের সদস্য উৎপল দেবনাথ, জেলা 'সিপিবি'র সদস্য এম এ রশিদ প্রমুখ। 

এর আগে বাসদের জেলা কার্যালয় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি জেলা শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ' কিছুদিন থেকে   আমরা লক্ষ্য করছি যে, শিক্ষকরা লাঞ্ছিত হচ্ছেন। তাঁদেরকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা হচ্ছে। এমনকি প্রাণ হানির মতো ঘটনাও ঘটছে। কিছু দিন আগে ‘ধর্ম অবমাননা’র অভিযোগে মুন্সীগঞ্জের বিজ্ঞান বিষয়ের শিক্ষক হৃদয় মণ্ডলের কারাবাসের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এরপর সম্প্রতি নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে একই অভিযোগ তুলে আইন-শৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতিতেই জুতার মালা পড়িয়ে দেওয়া হয়। যা পুরো জাতিকেই হতভম্ব করেছে। শিক্ষকে নির্যাতন  করা মানে গোটা  জাতিকেই অপমান করা। তাই অতি বিলম্বে অভিযান চালিয়ে  অপরাধীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির  দাবি জানাচ্ছি।'

বক্তারা আরও বলেন, 'ধর্মের গুজবের নামে ভবিষ্যতে আর কোনো শিক্ষককে যেন লাঞ্ছনার শিকার না হতে হয়, সে ব্যবস্থাও সরকারকে করতে হবে।'

মো. আতাউর রহমান।



কোন মন্তব্য নেই

Ads Place