Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বেশী লাভের আশায় বোতলজাত তেল খুলে 'খোলা হিসেবে বিক্রি

নওগাঁয় বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রির করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে। এসময় নির্ধারিত...

নওগাঁয় বেশি লাভের আশায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রির করতে গিয়ে ৩০ হাজার টাকা জরিমানা গুণতে হয়েছে এক তেল ব্যবসায়ীকে। এসময় নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মূল্যের তালিকা না ঝুলানোর অপরাধে আরও ছয় প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ডাবপট্টি ও কাঁচা বাজার এলাকায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) যৌথ অভিযান চালিয়ে এ প্রতিষ্ঠানকে জরিমানা করে।

ডাবপট্টি এলাকায় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রির অপরাধে অম্বিকা চরণ পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রির অপরাধে মেসার্স রাজা ভারাইটিজকে ৫ হাজার টাকা, নিতাই ভ্যারাইটিজকে ৩ হাজার টাকা, জননী ভারাইটিজকে ৩ হাজার টাকা এবং রিফাত স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও মূল্য তালিকা না ঝুলানোর অপরাধে বিশ্ব ভারাইটিজকে ১ হাজার টাকা ও মা ভারাইটিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, 'কয়েক দিন ধরে অনেকে মুঠোফোনে জানাচ্ছিলেন ওই এলাকার কিছু দোকানে বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। বিষয়টি জানার পর আজ ক্রেতা সেজে দোকানগুলোতে অভিযান চালানো হয়। এসময় বোতলজাত তেল খুলে খোলা তেল আকারে বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও নির্ধারিত দাম থেকে অতিরিক্ত দামে তেল বিক্রি ও মূল্যর তালিকা না ঝুলানোর দায়ে ছয়টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তেলসহ খাদ্যপণ্য নিয়ে কেউ এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড চালালে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নওগাঁ জেলা প্রতিনিধি।



কোন মন্তব্য নেই

Ads Place