ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র ও কাফরুল থানা আওয়ামী লীগের সভাপতি ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে রফিকুল ইসলাম র...
বুধবার (২ মার্চ) মিরপুর-১১ নম্বর মিল্লাত ক্যাম্পের সামনে ৭৫ পিস ইয়াবা ও ১১ পুরিয়া হেরোইনসহ তাকে গ্রেফতার করে পল্লবী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ মার্চ) পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
তিনি বলেন, গতকাল (বুধবার) মাদকসহ রুবেল নামের একজনকে গ্রেফতার করেছি। তিনি ৪নং ওয়ার্ড কাউন্সিলর জামাল মোস্তফার ছেলে। গ্রেফতারের পর রুবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পল্লবী থানায় একটি মামলা হয়েছে।
এ বিষয়ে কাউন্সিলর জামাল মোস্তফা বলেন, গ্রেফতার রুবেল আমার ছেলে। তবে সে অপরাধী, তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে।
কোন মন্তব্য নেই