“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সক...
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে এ উপলক্ষে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রওশন আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাহফুজা বেগম।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন।
এছাড়াবক্তব্য রাখেন পৌর মেয়র রাবেয়া সুলতানা কাজল, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন মোল্লা ও সাবানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, মুক্তিযোদ্ধা বাবু মুনীষ চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না রশিদ ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রধানগন।
আলোচনা শেষে উপজেলার ছয়টি কিশোরী কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে গান ও আবৃত্তি বিজয়ী ১২ জনের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই