জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যাটারি চালিত ইজিবাইকের ধাক্কায় মিশকাত হোসেন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে, পাঁচবিবি সদর উপজেলার পাঁচবিবি কা...
জানা গেছে, পাঁচবিবি সদর উপজেলার পাঁচবিবি কামদিয়া সড়কের হরেন্দা এলাকায় আজ মঙ্গলবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। ইজিবাইকের ধাক্কায় নিহত শিশু মিশকাত হোসেন (৬) হরেন্দা গ্রামের আব্দুল ওহাবের ছেলে।
ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শিশু মিশকাত হোসেন বাড়ির পাশে রাস্তার ধারে খেলা করছিল। রাস্তা পার হওয়ার সময় ইজিবাইকের ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় শিশু মিশকাতকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই