বগুড়ার শিবগঞ্জে পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে নির্মাণ শ্রমিক আতোয়ার হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামীসহ ২ জনকে ঘটনার ১২ ঘন্টার ম...
হত্যার সঙ্গে সরাসরি জড়িত প্রধান আসামী নজমল হোসেন ও তার স্ত্রী আনোয়ারা বেগমকে শিবগঞ্জ থানা পুলিশ জয়পুরহাট জেলার সদর থানাধীন হিচমি এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত ৩টায় গ্রেফতার করেছে।
এ ঘটনায় মৃত আতোয়ারের ভাই ছানোয়ার হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। এমামলায় অজ্ঞাত আসামি দেখানো হয়েছে ৪/৫জন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীর স্বীকারোক্তি মতে তার বসতবাড়ি থেকে হত্যাকান্ডে ব্যবহৃত বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই নাজমুল হক।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, গ্রেফতারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকী আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য গত শুক্রবার রাত সাড়ে ৮টায় বিহার ইউনিয়নের নাটমরিচাই পশ্চিমপাড়া গ্রামে পিকনিকের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে সংঘটিত ঘটনায় আতোয়ার (৩৬) কে পিটিয়ে হত্যা করা হয়।
খলিলুর রহমান আকন্দ।
কোন মন্তব্য নেই