Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিয়ে খেতে ঢাকায় আসছেন আরও বলিউডের তারকারা

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী, আইটেম গার্ল সানি লিওন। ফেসবুক পেজে একটি...

জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে শনিবার (১২ মার্চ) বিকেলে বাংলাদেশে এসেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী, আইটেম গার্ল সানি লিওন। ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে এ তারকা নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্ট করা ছবিতে তিনি লিখেছেন, ‘সুন্দর এই দেশে এসে আমি অনেক খুশি।’

শুধু সানি লিওনই নয়, বলিউড ও টালিউডের এক ঝাঁক তারকা এখন অবস্থান করছেন ঢাকায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নাগরিস ফাকরি, নুসরাত, মিমি চক্রবর্তী, বাবা যাদব, কৈলাশ খেরসহ আরও অনেকে।

জানা গেছে, গানবাংলা টেলিভিশনের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস ও চ্যানেলটির প্রধান নির্বাহী ফারজানা মুন্নী দম্পতির মেয়ের বিয়ের আমন্ত্রণে বাংলাদেশে এসেছেন তারা। রাতে ঢাকার একটি নামি রেস্তরাঁয় হবে জমকাল এই বিয়ের আয়োজন।

এদিকে সেলিম খান প্রযোজিত ‘সোলজার’ সিনেমার চিত্রায়নে অংশ নিতে ঢাকায় আসার কথা ছিল সানি লিওনের। বাংলাদেশে কাজের অনুমতি চাওয়া হয়েছিল সংশ্লিষ্ট দফতরে। নিয়ম মেনে আবেদন করেছিল প্রযোজনা সংস্থা ‘চেয়ারম্যান ফিল্ম সিন্ডিকেট’। ৫ মার্চ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়েছিলেন সানি লিওন। ২ মার্চ প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানানো হয়েছিল।

পরে সানি লিওনের ওয়ার্ক পারমিট বাতিল করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। ৯ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে তা জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অনিবার্য কারণে অভিনেত্রী করণজিৎ কর ওয়েভারের ওয়ার্ক পারমিট বাতিল করা হয়েছে।

ঠিক কী কারণে বাতিল করা হয়েছে সানি লিওনের অনুমতি, তা জানা যায়নি। তবে অনুমতির জন্য ব্যবহার করা হয়েছে সানি লিওনের প্রকৃত নাম করণজিৎ কর ওয়েভার। তার নাগরিকত্ব উল্লেখ করা হয়েছে আমেরিকা। দেওয়া হয়েছিল তার মার্কিন পাসপোর্ট নম্বর।

এর আগে ২০১৫ সালে বাংলাদেশে আসার কথা ছিল সানি লিওনের। সেবার ইসলামিক সংগঠনগুলোর বাধার মুখে অনুমতি দেওয়া হয়নি তাকে।



কোন মন্তব্য নেই

Ads Place