Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাইয়ে শীতের বৃষ্টিতে আলু সরিষার ব্যাপক ক্ষতি

চলতি মওসুমে শীতের শেষ পর্যায়ে এক পসলা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচ উপজেলায় জমিতে থাকা আলু ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে তলিয়ে গে...

চলতি মওসুমে শীতের শেষ পর্যায়ে এক পসলা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচ উপজেলায় জমিতে থাকা আলু ও সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে। বৃষ্টির পানি জমে তলিয়ে গেছে এসব ফসলি জমি। দ্রুত নিষ্কাশনের পরামর্শ কৃষি কর্মকর্তাদের। জেলায় বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে হালকা বৃষ্টি হয়েছে।

তথ্যসূত্রে, উত্তরের জেলা জয়পুরহাটে সবচেয়ে বেশি আলু চাষ হয়েছে কালাই এলাকায়। এবার এ উপজেলায় আলুচাষ হয়েছে ১১ হাজার ১৭৫ হেক্টর আর বিভিন্ন জাতের সরিষা চাষ হয়েছে ৪৭৫ হেক্টর জমিতে। চলতি মওসুমের শেষ পর্যায়ে এসব জমির আলু ও সরিষা উঠানো কাজে ব্যস্ত চাষীরা। এসময় অনাকাঙ্খিত বৃষ্টিতে উপজেলায় আলু ও সরিষার জমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের কপালে ভাঁজ পড়েছে। তাদের ধারণা দ্রুত জমি থেকে পানি সরানো না গেলে ফসলগুলো পঁচে যাবে।

উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের সুড়াইল গ্রামের কৃষক কামরুল ইসলাম বলেন, ‘আমি ৫ বিঘা আলু চাষ করেছি; সবই পানিতে তলিয়ে গেছে; আলুতে যা খরচ করেছি- তার অর্ধেক টাকার আলু বিক্রি করতে পারবো না।’

আল চাষীরা জানান, উপজেলার সবচেয়ে বেশী ক্ষতি হয়েছে পুনট ইউনিয়নে।

এদিকে ঝামুটপুর গ্রামের কৃষক ওয়াহেদুল ইসলাম ও ধাপপাড়ার কৃষক নাসির উদ্দিন এ প্রতিনিধিকে জানান, যেসব জমিতে কৃষকরা শেষ বারের মত পানি সেচ দিয়েছে; সেসব আলুর ক্ষতির সম্ভাবনা বেশী। 

এ বিষয়ে কালাই উপজেলা কৃষি অফিসার নীলিমা জাহান বলেন, হঠাৎ করেই প্রকৃতির বৈরি আবহাওয়ায় যেসব আলু-সরিষার জমিতে পানি জমে আছে; তা দ্রুত নিস্কাশন করতে হবে। তাহলে কৃষকদের অনেকটা ক্ষতি কম হবে।

মোঃ মুনছুর রহমান।



কোন মন্তব্য নেই

Ads Place