Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

বিদ্যুৎস্পৃষ্ট দুই সন্তানকে বাঁচিয়ে প্রাণ হারালেন মা

বিদ্যুতের সকেটে আঙুল ঢুকে যায় পাঁচ বছরের মেয়ে শিশুর। তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একে একে দুই সন্তানের বিদ্যুৎস্প...

বিদ্যুতের সকেটে আঙুল ঢুকে যায় পাঁচ বছরের মেয়ে শিশুর। তাকে রক্ষা করতে গিয়ে সাত বছরের ছেলেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। একে একে দুই সন্তানের বিদ্যুৎস্পৃষ্ট দেখে তাদের উদ্ধার করতে যান মা। কিন্তু তিনি নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন।

শেষ পর্যন্ত দুই সন্তানকে প্রাণে বাঁচাতে পারলেও ঘটনাস্থলেই মারা যান মা। নিহত মায়ের নাম নাসিমা আক্তার (৩৫)। তার বেঁচে যাওয়া দুই সন্তানের নাম যথাক্রমে খুশি আক্তার ও হাসান। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মহাজন বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মৃত নাসিমা আক্তার ওই ওয়ার্ডের বাসিন্দা নুরুল আফসারের স্ত্রী। সন্তোষপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন জাফর সংবাদমাধ্যমকে বলেন, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে নাসিমা তার বাবার বাড়ি বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দুই সন্তানকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে দুজনকে ছাড়াতে যান। দুই সন্তানের পায়ে জুতা থাকলেও নাসিমার পায়ে জুতা ছিল না।

এ কারণে খুব দ্রুত বিদ্যুতায়িত হয়ে নাসিমা মারা গেছেন। রাতেই তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এই ঘটনার কথা থানায় এখন পর্যন্ত কেউ জানায়নি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ।



কোন মন্তব্য নেই

Ads Place