Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। রবিবার  (২০ ফেব্রুয়ারী) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগার...

জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।

রবিবার  (২০ ফেব্রুয়ারী) বিকেলে আটককৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (১৯ ফেব্রুয়ারী) দিবাগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে ক্ষেতলাল উপজেলার বিলের ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। রবিবার রাতে সাংবাদিকদের   বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট সরদার পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে মাফিজুল ইসলাম জনি(৩৫), একই গ্রামের শাহাজান আলীর ছেলে মিলন(৩২) পাঁচবিবি উপজেলার বাগুয়ান পূর্ব পাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে কাওছার আহম্মেদ(২৫)।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা জানান, সংঘবদ্ধ চক্রটি জেলার বিভিন্ন সড়কে রাতে মোটরসাইকেল   নিয়ে ঘোরাঘুরি করে। সুযোগ বুঝে যাত্রীদের  ফাঁকা স্থানে নিয়ে ডাকাতি করে। কখনও মালপত্র ছিনিয়ে নিয়ে ছেড়ে দেয়। আবার কখনও যাত্রীদের খুন করে মরদেহ সড়কে ফেলে রেখে পালিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে  শনিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, মোটরসাইকেলসহ ওই তিনজনকে আটক করা হয়।

এরশাদুল বারী তুষার।



কোন মন্তব্য নেই

Ads Place