Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

ক্ষেতলালে অটো ভ্যানের নিচে পড়ে শিশুর মৃত্যু

ক্ষেতলালে খেলার ছলে মোটরচালিত অটো ভ্যান উল্টে ছাব্বির সরদার নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিয়ামত নামের ৮ বছর বয়সী অপর ...

ক্ষেতলালে খেলার ছলে মোটরচালিত অটো ভ্যান উল্টে ছাব্বির সরদার নামের ৮ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং নিয়ামত নামের ৮ বছর বয়সী অপর এক শিশু আহত হয়েছে। 

আজ শনিবার দুপুর ১ ঘটিকার সময় ক্ষেতলাল উপজেলার উত্তর হাটশহর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত ছাব্বির উত্তর হাটশহর গ্রামের ফিরোজ সরদারের একমাত্র ছেলে। ছাব্বির নিকটস্থ বড়তারা কেজি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিলো। আহত শিশু নিয়ামত একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে।

প্রতক্ষ্যদর্শীসুত্রে জানা যায়, গ্রামের ভ্যান স্টান্ডে দাড়িয়ে থাকা একটি ভ্যানের উপর কয়েকজন শিশু খেলছিলো।

এমতাবস্থায় অসাবধানতাসবত ভ্যানের পিকআপে চাপ পড়লে ভ্যানটি উল্টে যায় এবং ভ্যানের নিচে পরে ছাব্বির ও নিয়ামত গুরুতর আহত হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু ছাব্বির মারা যায় এবং নিয়ামতকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সুস্থ আছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, আমরা এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


মিজানুর রহমান।



কোন মন্তব্য নেই

Ads Place