জয়পুরহাট সদর উপজেলার বম্বু চল্লিশ পীরের দরগা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রমজান আ...
জয়পুরহাট সদর উপজেলার বম্বু চল্লিশ পীরের দরগা এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রমজান আলী (৬০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। নিহত রমজান আলী জয়পুরহাট সদর উপজেলার হেলকুন্ডা গ্রামের মৃত ছহির উদ্দিনের ছেলে। আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জয়পুরহাট-হিলি বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, রমজান আলী আত্মীয় বাড়ি থেকে পায়ে হেঁটে বাড়িতে ফিরছিলেন। এসময় হঠাৎ সামনের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রমজান আলীকে ধাক্কা দেয়।
এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। স্থানীয় গ্রামবাসী দেখে তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এরশাদুল বারী তুষার।
কোন মন্তব্য নেই