Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

কালাই পৌরকাজী জালিয়াতি ও প্রতারনা মামলায় কারাগারে

জয়পুরহাটের কালাই পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার এবং কাজি আব্দুল করিমকে ব্যাংকের চালান জালিয়াতি ও প্রতারনা মামলার বুধবার (১৯ জান...

জয়পুরহাটের কালাই পৌরসভার ৭,৮,৯ নং ওয়ার্ডের নিকাহ রেজিস্ট্রার এবং কাজি আব্দুল করিমকে ব্যাংকের চালান জালিয়াতি ও প্রতারনা মামলার বুধবার (১৯ জানুয়ারি) গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করেছে জয়পুরহাট সদর থানা পুলিশ । মামলার জিঃ আর নং ৪০/৪০ ধারা ৪৬৭৫৬৮/৪২০/ ৩৪/পেনাল কোর্ড ১৮৬০ এজহারে অভিযুক্তে তাকে গ্রেপ্তার করে। 

গ্রেফতারকৃত নিকাহ রেজিষ্টার আঃ করিম কালাই উপজেলার আলু পট্টি নামা বাজার মৃত্য হারেজ উদ্দের ছেলে। 

মামলা সূত্রে জানা যায় সম্প্রতি জয়াপুরহাট ২য় যুগ্ম দায়রা জজ আদালতের একটি মামলা কয়েদি আসামি সোহেল রানার জামিন করার জন্য আইনজীবিকে ভুয়া চালান  সৃষ্টি  করে আব্দুল করিম নামের ওই প্রতারক৷ পারভীন বেগম ও আলম বাবু ওরফে নসু বাবু ওরফে মুরাদ ব্যাংক চালান জালিয়াতি ও প্রতারনা করে তাদের সহযোগী  সাজাপ্রাপ্ত আসামী সোহেল রানার জামিনের জন্য (চৌদ্দ লক্ষাধিক) টাকার ভুয়া চালান দেখাইয়া জামিন করাইয়া নেয়। পরবর্তীতে জালিয়াতির  বিষয়টি আইনজীবি নজরে এলে এ্যাডঃ আনিছুর রহমান বাদী হয়ে গত বুধবার (১৯ জানুয়ারি) জয়পুরহাট সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে  মামলা দায়ের করলে ওইদিন আব্দুল করিমকে গ্রেফতার করেন সদর থানা পুলিশ৷  


জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর জাহান সাংবাদিকদের বলেন, এই মামলায়  এজাহারনামীয় গ্রেফতারকৃত আসামী আঃ করিমকে  বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়। বাঁকী আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


কালাই জয়পুরহাট প্রতিনিধি



কোন মন্তব্য নেই

Ads Place