বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বেগম খালেদা জিয়াকে এই সরকার মুক্তি দেবে না। তাই আমরা চাই শেখ হাসিনার পতন। আন্দোলনের ম...
শুক্রবার বিকেলে জয়পুরহাটের নতুনহাটে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবিতে জেলা বিএনপির উদ্যোগে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আদালতে খালেদা জিয়ার প্রতি ন্যায় বিচার হয়নি। তাই আমাদের অধিকার আমরা প্রতিষ্ঠিত করবো অবিলম্বে খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর অনুমতি না দিলে কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটবো।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ শামছুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, ওবায়দুর রহমান চন্দন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, বিএনপির সহ-প্রচার সম্পাদক আমিরুল ইসলাম খান আলীম, কৃষকদলের যুগ্ন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, কৃষকদলের মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা আক্তার ডলি খান, কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান সুইট, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নুসরাত এলাহী রেজভী, জেলা বিএনপি নেতা ফজলুর রহমান, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা প্রধান, গোলজার হোসেন, আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্র, সদস্য সচিব মোক্তাদির আদনানসহ আরও অনেকে।
সাগর কুমার।
কোন মন্তব্য নেই