জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (ভোরের কাগজ) সভাপতি এবং রতন কুমার খাঁ (দেশকাল) সাধারণ সম্পাদক নির্...
জয়পুরহাট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল (ভোরের কাগজ) সভাপতি এবং রতন কুমার খাঁ (দেশকাল) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ভোট গণনা শেষে জয়পুরহাট প্রেসক্লাব মিলনায়তনে তাদের বিজয়ী ঘোষণা করা হয়।
এ দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে প্রেসক্লাবের ২৩ জন ভোটার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৯টি পদে নেতৃত্ব বাছাইয়ে ভোটাধিকার প্রয়োগ করেন। প্রেসক্লাবের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে সভাপতি ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মোস্তাকিম ফাররোখ (দেশ টিভি ও করতোয়া) পেয়েছেন ১১ ভোট। আর সাধারণ সম্পাদক পেয়েছেন ১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খ ম আব্দুর রহমান রনি (জিটিভি) পেয়েছেন ১০ ভোট। এছাড়া সহসভাপতির একটি পদে শাহাদুল ইসলাম সাজু (ইত্তেফাক) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবু বক্কর সিদ্দিক ১০ ভোট পেয়েছেন।
যুগ্ম সাধারণ সম্পাদকের একটি পদে মাসুদ রানা (দীপ্ত টিভি) ১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অপর প্রতিদ্বন্দ্বী আলমগীর চৌধুরী (কালের কণ্ঠ ও নিউজ ২৪) পেয়েছেন ১০ ভোট। কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মারশেকুল আলম (বণিক বার্তা) নির্বাচিত হয়েছেন। লাইব্রেরি ও প্রকাশনা সম্পাদক পদে ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আবু মুসা (ইনকিলাব)। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী মাহমুদুল ইসলাম পেয়েছেন ১১ ভোট।
কার্যকরী কমিটির ৫টি নির্বাহী সদস্য পদে এরশাদুল বারী তুষার (বৈশাখী টিভি), আব্দুল আলীম (যমুনা টিভি), তপন কুমার খাঁ (জনকণ্ঠ), ওম প্রকাশ আগরওয়ালা (দৈনিক জনমত) ও মিনার হোসেন (দৈনিক তিস্তা) নির্বাচিত হয়েছেন। জয়পুরহাট প্রেসক্লাবের আগামী দুই বছরের নেতৃত্বে থাকবেন তারা।
চম্পক কুমার।
কোন মন্তব্য নেই