জয়পুরহাটের পাঁচবিবিতে নির্বাচনী পথসভার একই মঞ্চে দুই চেয়ারম্যান প্রার্থী নিজ নিজ প্রতীকে ভোট প্রার্থনা করেছে। একই মঞ্চে দুই প্রার্থীর উপস্থি...
জানা যায়, ঐদিন সড়াইল বাজারে টেবিল ফ্যান মার্কার সমর্থনে নির্বাচনী পথ সভার আয়োজন করেন মোহাম্মদপুর ইউনিয়নের বতর্মান চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব হবিবুর রহমান হবু হাজী। ডাঃ আব্দুল লতিফ সরকারে সভাপতিত্বে উক্ত পথ সভায় প্রধান অতিথি হিসাবে আলহাজ্ব হবিবুর রহমান হবু হাজী বক্তব্য প্রদানের শেষ মুহুর্তে পথ সভায় একই ইউনিয়নের অপর স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী সরকার উপস্থিত হলে তাকে উপস্থিত জনতাসহ হবিবুর রহমান তাকে স্বাগত জানান। পরে তিনি সংক্ষিপ্ত এক বক্তব্যে তিনি তার মোটরসাইকেল প্রতীকে ভোট প্রাথনা করেন এবং সন্ত্রাস ও গুজবে কান না দিয়ে যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহবান জানান। ডাঃ আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন শিক্ষক রেজাউল করিম, আবু মুসা, রেজাওয়ান ও ডাঃ লুৎফর রহমান প্রমুখ।
বাবুল হোসেন।
কোন মন্তব্য নেই