Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

হিলি বাজারে উঠছে পাতা পেঁয়াজ, কেজি ২০ টাকা

দিনাজপুরের হিলি সবজি বাজারে উঠতে শুরু করেছে পাতা পেঁয়াজ, তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা দরে। পাতা সহ টাটকা পেঁয়াজ পাওয়াতে খুশি সাধারণ ক্...

দিনাজপুরের হিলি সবজি বাজারে উঠতে শুরু করেছে পাতা পেঁয়াজ, তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ টাকা দরে। পাতা সহ টাটকা পেঁয়াজ পাওয়াতে খুশি সাধারণ ক্রেতারা। আবার নতুন পেঁয়াজ উঠাতে কমে গেছে ভারতীয় পেঁয়াজসহ মজুদ করা দেশি পুরাতন পেঁয়াজের দাম।

শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে হিলি সবজি বাজার ঘুরে জানা যায়, গেলো কয়েক সপ্তাহ ধরে বাজারে পাওয়া যাচ্ছে পাতা পেঁয়াজ। প্রথমের দিকে প্রতি কেজি এই পাতা পেঁয়াজ বিক্রি হয়েছিলো ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। নতুন পাতা পেঁয়াজ উঠার খবরে কমতে শুরু করেছে ভারতীয় সহ মজুদ করা দেশি পেঁয়াজের দাম। আজ খুচরা বাজারে এই পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। খুচরা ব্যবসায়ীরা পাতা পেঁয়াজ পাইকারি কিনেছেন ১৬ টাকা কেজি দরে।

এদিকে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে পাইকারি  বাজারে কেজিপ্ররতি ২০ থেকে ২৫ টাকা আর দেশি পুরাতন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। 

হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা কৌশিক আহম্মেদ বলেন, এক কেজি পাতা পেঁয়াজ নিলাম। ভারতের পেঁয়াজের দরকার নেয়, দেশি পেঁয়াজের অনেক স্বাদ। এই পেঁয়াজের পাতা দিয়েও অনেক তরকারি রান্না করা যায়।

হিলি বাজারের সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, পাঁচবিবি এলাকায় দেশি পেঁয়াজের আবাদ বেশি হয়। আমরা ঐএলাকা থেকে পাইকারি ১৬ টাকা দরে কিনে আনছি। তা খুচরা বাজারে বিক্রি করছি ২০ টাকা কেজি দরে। বর্তমান ক্রেতারা পাতা পেঁয়াজ নেওয়ার আগ্রহ বেশি।


মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place