Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

আক্কেলপুরে কয়েলের আগুনে পুড়ল বাড়ি, দুটি ছাগলের মৃত্যু

গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন বাড়ির মালিক রণজিৎ ঘোষ। সেই কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লাগে। দ্রুত ...

গবাদিপশুকে মশার কামড় থেকে রক্ষা করতে গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে রেখেছিলেন বাড়ির মালিক রণজিৎ ঘোষ। সেই কয়েলের আগুন থেকে গোয়ালঘরে আগুন লাগে। দ্রুত ওই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িতে। আগুনে দগ্ধ হয়ে দুটি ছাগলের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জয়পুরহাটের আক্কেলপুর পৌরশহরের ঘোষপাড়া মহল্লার রণজিৎ ঘোষের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষক্তি হয়েছে বলে ওই বাড়ির মালিক দাবি করছেন।

ওই বাড়ির বাসিন্দারা জানান, প্রতিদিনের মতো গতকাল সন্ধ্যায় গোয়ালঘরে কয়েল জ্বালিয়ে দেওয়া হয়েছিল। কিছুক্ষণ পর হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তে ওই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। এ সময় গোয়ালঘরে আগুনে পুড়ে মারা যাওয়া দুটি ছাগল উদ্ধার করা হয়।

রণজিৎ ঘোষ বলেন, আগুনে তাঁর গোয়ালঘর ও দুটি ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এতে দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

এদিকে আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে আসেন আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে উপস্থিত থেকে তদারক করেছি। রাতেই ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তা দিয়েছি।’

আক্কেলপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, রণজিৎ ঘোষের বাড়ির গোয়ালঘরের কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


রবিউল ইসলাম রুবেল।

কোন মন্তব্য নেই

Ads Place