Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

পাঁচবিবিতে প্রতীক পাওয়ার আগেই ইউপি সদস্য প্রার্থীর মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নং ধরঞ্জী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আসন্ন ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ৭ন...

জয়পুরহাটের পাঁচবিবিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ২ নং ধরঞ্জী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ও আসন্ন ৫ই জানুয়ারী অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী খাইরুল ইসলাম (৫২) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্নালিল্লাহির রাজেউন। তিনি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের দৈবকনন্দনপুর গ্রামের মৃত ছবির উদ্দিন মন্ডলের পুত্র। 

জানা যায়, আজ শনিবার সকালে অসুস্থবোধ করায় তিনি নিজে পাঁচবিবিতে ডাক্তারের নিকট চেকআপ করার জন্য যান। কিন্তুু সেখানে মাথা ঘুরে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি।

উল্লেখ্য যে তিনি পঞ্চম ধাপের পাঁচবিবি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধরঞ্জী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে  মনোনয়ন পত্র উত্তোলন করেছিলেন। গত ১৪ তারিখে মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে বৈধ প্রার্থী হিসাবে মনোনীত হন। আগামী ২০ তারিখে প্রতীক বরাদ্দ দিন ধার্য্য ছিল। কিন্তুু প্রতীক বরাদ্দের একদিন আগেই তিনি মৃত্যুবরণ করলেন।


বাবুল হোসেন।

কোন মন্তব্য নেই

Ads Place