জয়পুরহাটের কালাইয়ে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার ভোরে কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ৫০বার তোপধ...
পরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দেন উপজেলা প্রশাসন, কালাই পৌরসভা, পুলিশ বিভাগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের অঙ্গ সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিনের অনান্য কর্মসূচির মধ্যে কালাই সরকারি মহিলা কলেজে কুচকাওয়াজসহ আয়োজন করা হয় নানা অনুষ্ঠান।
এই সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনফুজুর রহমান মিলন, উপজেলার নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল বারী, জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর মেয়র রাবেয়া সুলতানা, কালাই থানা অফিসার ইনচার্জ সেলিম মালিক।
এছাড়াও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দীন মোল্লা ও সাবানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাবু মুনীশ চৌধুরী, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম বকুল, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, কালাই ডিগ্রি কলেজের অধ্যক্ষ ধজেন্দ্র নাথ দাস, কালাই প্রেসক্লাবে সভাপতি ও হাতিয়র কামিল মাদ্রাসার অধ্যক্ষ আমিনুল ইসলাম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিকেলে মাননীয় প্রধানমন্ত্রীর শপথ বাক্য পাঠ করানোর শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন উপজেলা শিল্পী সংঘের স্বনামধন্য শিল্পীরা।
আব্দুন নুর নাহিদ।
কোন মন্তব্য নেই