Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

জয়পুরহাটে আমনধানে আগামীর স্বপ্ন বুনছেন কৃষক

জয়পুরহাট জেলায় উৎপাদিত প্রধান ফসলগুলোর মধ্যে ধান অন্যতম। সেই সোনালী ধানেই আগামীর স্বপ্ন বুনছেন কৃষক। মাঠে মাঠে চলছে, রোপা আমনধানের চারা লাগা...


জয়পুরহাট জেলায় উৎপাদিত প্রধান ফসলগুলোর মধ্যে ধান অন্যতম। সেই সোনালী ধানেই আগামীর স্বপ্ন বুনছেন কৃষক। মাঠে মাঠে চলছে, রোপা আমনধানের চারা লাগানোর ধুম। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জয়পুরহাটে ৬৯ হাজার ৬৬০ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ জন্য জেলার ৩ হাজার ৫০০ হেক্টর জমির বীজ তলায় আমন ধানের উৎপাদন করা হয়েছে। সেই চারাগুলোই এখন মাঠে মাঠে রোপণ করছেন কৃষক। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি রোপা আমনধান মৌসুমে বিভিন্ন জাতের মধ্যে উপশী জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ৬৩ হাজার ৬০০ হেক্টর জমিতে। হাইব্রিড জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- ৫ হাজার ৩৬০ হেক্টর জমিতে এবং স্থানীয় জাতের ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে- এক হাজার ৭০০ হেক্টর জমিতে। একই সাথে এবার চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ মেট্রিক টন। সরেজমিন দেখা গেছে, মাঠে মাঠে কৃষকরা রোপা আমনধানের চারা রোপন করতে শুরু করছেন। তবে এক সপ্তাহ যাবৎ এ জেলায় কোনো বৃষ্টিপাত না হওয়ায়, মাঠের পানি কমতে শুরু করেছে। সব জমিতে চারা রোপণ করা যাচ্ছেনা। অবশ্য কিছু কিছু জমিতে সেচ দিয়েও ধানের চারা লাগানো হচ্ছে। তবে কৃষকদের প্রত্যাশা, শ্রাবণ মাসে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হবে।

তখন পুরোদমে চলবে রোপা আমনধানের চারা রোপনের কাজ। হিচমির কৃষক আব্দুল গফুর জানান, তিনি ইতোমধ্যে ৬ বিঘা জমিতে ধানী গোল্ড জাতের ধান লাগিয়ে নিয়েছেন। প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমি রোপণের জন্য শ্রমিকের দিতে হয়েছে ৮০০ টাকা। ধানের চারা রোপণকারী নিলফামারীর শ্রমিক সাবের আলী, হাফিজুল, শহিদুল, মোটুরু ও সোহেল রানা জানান, তার একেকজন শ্রমিক দিনে ২৮-৩০ শতাংশ জমি রোপণ করতে পারেন। তাতে দৈনিক তারা ৭০০-৭৫০ টাকা রোজগার করতে পারেন। মাঠের পানি কমতে শুরু করায়, কাজের চাপও কমেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স. ম মেফতাহুল বারি জানান, বৃষ্টিতে মানুষের কোনো হাত নেই। মাঠের পানি কমতে শুরু করায়, সব জমিতে চারা লাগানো যাচ্ছেনা। গতি কিছুটা কমেছে। তা সত্বেও, জেলায় ইতোমধ্যে ৫০০ হেক্টর জমিতে রোপা আমনধান লাগানো হয়েছে। 


মো. আতাউর রহমান/ডেইলি জয়পুরহাট

কোন মন্তব্য নেই

Ads Place