জয়পুরহাটের কালাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের বাজ...
জয়পুরহাটের কালাইয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার মাত্রাই ইউনিয়নের বাজার এলাকায় থেকে ২৪০ পিচ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই এলাকার মৃত ওসমান গনি ফকিরের ছেলে নজমুল হোসেন (৩৬), আব্দুর রাজ্জাকের ছেলে ছাইদিক হাসান (২৮), মৃত আব্বাস আলীর ছেলে মোঃ মাসুদ রানা (৪৩)।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মারুফ হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বাজার এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে ২৪০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কালাই থানায় সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
নিউজ ডেস্ক/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই