জয়পুরহাটে পাওনা টাকা না পেয়ে ভাগনে রাজু আহম্মেদের (২৭) ছুরিকাঘাতে মামা মোস্তাকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের হারাইল ...
জয়পুরহাটে পাওনা টাকা না পেয়ে ভাগনে রাজু আহম্মেদের (২৭) ছুরিকাঘাতে মামা মোস্তাকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে জয়পুরহাট শহরের হারাইল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামাকে বাঁচাতে গিয়ে রাজুর খালাতো ভাই জীম গুরুতর আহত হয়েছেন।
নিহত মামা মোস্তাফিজুর রহমান মোস্তাক (৩৫) ওই এলাকার মৃত মোকলেছারের ছেলে। আহত খাদেমুল ইসলাম জীম (১৬) গাইবান্ধার কুপতলা চাঁপাদই এলাকার জহুরুলের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে ভাগনে রাজুর কাছ থেকে মামা মোস্তাক ২০ হাজার টাকা কর্য নেন। এর মধ্যে মাঝে মাঝে তিনি পাওনা টাকা চাচ্ছিলেন এবং জমি বা বাড়ি লিখে নেবে এমন কথা বলে আসছিলেন রাজু।
এরই জের ধরে পারিবারিক কলহ চলতে থাকে। পারিবারিক বিয়ের দাওয়াতে মোস্তাকের আত্মীয়-স্বজনরা বাড়িতে আসেন।
বুধবার সকালে আত্মীয়রা বাড়িতে যাওয়ার পথে রাস্তায় রাজু মামা মোস্তাকের কাছে পাওনা টাকা চান। মামা তাকে ৫০ হাজার টাকা দিতে চাইলে তিনি বাড়ি লিখে দিতে বলেন।
কথা-কাটাকাটির এক পর্যায়ে রাজু তার কাছে থাকা ছুরি দিয়ে মামার গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মামার মৃত্যু হয়। তাকে বাঁচাতে গিয়ে রাজুর খালাতো ভাই জীম গুরুতর আহত হন।
আহত অবস্থায় জীমকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিলে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ কে এম আলমগীর জাহান বলেন, ঘটনার সময় আসামির কান কেটে ও শরীরে আঘাত লাগে। তিনি হাসপাতালে পুলিশের নজরদারিতে চিকিৎসা নিচ্ছেন। থানায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
কোন মন্তব্য নেই