জয়পুরহাটের কালাইয়ে শামিম হোসেন (২৩) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত দুইজন। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ...
জয়পুরহাটের কালাইয়ে শামিম হোসেন (২৩) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত দুইজন। রোববার বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক পুনট ইউনিয়নের ইমামপুর গ্রামের শাজাহানের ছেলে। আহতরা হলেন একই গ্রামের ইয়াছিনের ছেলে হাবিবুর রহমান (৩৫), ইউসুফ আলীর ছেলে রফিকুল ইসলাম (২৬)।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী, পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ধান মাড়াইয়ের কাজ শেষে তিনজন শ্রমিক মাড়াই-মেশিন নিয়ে পুনট থেকে নিজ গ্রাম ইমামপুর ফিরে আসছিলেন। পথে নয়াপাড়া নামক স্থানে মাড়াই-মেশিনটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মাড়াই-মেশিনের নীচে চাপা পরে তিনজন শ্রমিক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক আহমেদ জেবাল বাপ্পি শামিম হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
এটিএম সেলিম সরোয়ার/ডেইলি জয়পুরহাট
কোন মন্তব্য নেই