জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের তৎপরতায় গত বুধবার অভিযান চালিয়ে চুরি যাওয়া ভেকু মেশিন উদ্ধারসহ দুইজন গ্রেফতার করেছে। বাংলাদেশ পানি উন্ন...
জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা পুলিশের তৎপরতায় গত বুধবার অভিযান চালিয়ে চুরি যাওয়া ভেকু মেশিন উদ্ধারসহ দুইজন গ্রেফতার করেছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ক্ষেতলাল থানার তুলসীগঙ্গা নদীর বাধ মেরামতের কাজে ব্যবহৃত স্কেভেটর (ভেকু মেশিন)টি গত ০৫-০৬-২০২১ খ্রিঃ মধ্য রাতে চুরি হয়। অভিযোগের ভিত্তিতে তদন্তের করতে গিয়ে জানা যায় যে উক্ত স্কেভেটর (ভেকু মেশিন) টিসহ দুইজন ব্যক্তি রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকা অবস্থান করছে।
পুলিশ সুপার, জয়পুরহাট জনাব মাছুম আহাম্মদ ভুঞা-পিপিএম এর নির্দেশনায় ক্ষেতলাল থানার পুলিশ রাজশাহী জেলার মোহনপুর থানা এলাকায় অভিযান চালিয়ে পত্রপুর গ্রাম হইতে স্কেভেটর (ভেকু মেশিন) উদ্ধারসহ মোঃ লিটন মোল্লা (৩৬), পিতা- মোঃ আবু সাইদ মোল্লা, গ্রাম- বিরাহীলপুর, থানা-আমিনপুর, জেলা-পাবনা এবং মোঃ জিহাদ শেখ (১৮), পিতা- মোঃ জাহাঙ্গীর শেখ, গ্রাম-আতাইকুলা, থানা- আতাইকুলা, জেলা- পাবনাদ্বয়কে গ্রেফতার করে ক্ষেতলাল থানা পুলিশ।
কোন মন্তব্য নেই