দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসার নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দুই সদস্যের ...
দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসার নাম ও পোশাক পরিহিত ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে প্রতারণার অভিযোগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দুই সদস্যের একটি প্রতারক চক্রকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তিতে এসব কথা জানায় পুলিশ।
পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দিনাজপুর-৪ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী আক্তারুজ্জামান মিয়ার কাছে পুলিশ বুথ নির্মাণের নামে ডোনেশন দাবি করে প্রতারকরা। ভুয়া হোয়াটসঅ্যাপ প্রোফাইলে নিজেদের পুলিশ সুপার পরিচয় দিয়ে তারা মোট ২ লাখ টাকা দাবি করে, যার মধ্যে ১ লাখ টাকা বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়।
সন্দেহ হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে ভুক্তভোগীর পক্ষে চিরিরবন্দর থানায় মামলা করা হয়। পরে ডিবির বিশেষ টিম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে মোঃ জুনাইদ খন্দকার (২৪) ও মোঃ হিমেল (২৩) নামের দুইজনকে গ্রেফতার করে।
গ্রেফতারের সময় ৩টি মোবাইল ফোন, ৫টি সিমকার্ড ও নগদ ১ লাখ ৪৮ হাজার ১৩৫ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে তারা পুলিশের পরিচয় ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার কথা স্বীকার করেছে।
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই