Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Header Ad

ব্রেকিং নিউজ

latest

Ads Place

দিনাজপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

 দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর ১ ও দিনাজপুর ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিনে একজন স্বতন্ত্র প...


 দিনাজপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে দিনাজপুর ১ ও দিনাজপুর ২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমের প্রথম দিনে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রফিকুল ইসলাম যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত ঘোষণা করেন।

শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুর ১ (বীরগঞ্জ-কাহারোল) সংসদীয় আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে স্বতন্ত্র প্রার্থী মোঃ মঞ্জুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, নির্ধারিত বিধি অনুযায়ী নির্বাচনী এলাকার এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত তালিকায় গরমিল পাওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

অপরদিকে দিনাজপুর ২ (বিরল-বোচাগঞ্জ) সংসদীয় আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে ওই আসনের সব নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার মনোনয়ন দাখিলকারী সব প্রার্থী উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আগামীকাল ৩ জানুয়ারি দিনাজপুর ৩ (সদর) এবং দিনাজপুর ৪ (চিরিরবন্দর-খানসামা) সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে।

মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই

Ads Place