আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলার দুটি আসনে চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রদান করেছে। দলীয় ...
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জয়পুরহাট জেলার দুটি আসনে চুড়ান্ত দলীয় মনোনয়ন প্রদান করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সংসদীয় আসন ৩৪, জয়পুরহাট সদর ও পাঁচবিবি) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রধান। অপরদিকে জয়পুরহাট-২ (সংসদীয় আসন ৩৫ ,কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সচিব ও সাবেক ডিসি মোঃ আব্দুল বারীকে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মনোনয়নপত্রে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী উক্ত দুই প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য চূড়ান্তভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর উভয় প্রার্থীই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করার আহ্বান জানান।
এদিকে মনোনয়ন ঘোষণার পর জয়পুরহাটের বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নেতাকর্মীরা মনে করছেন, এই মনোনয়ন দলীয় আন্দোলন ও সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

কোন মন্তব্য নেই