দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরি...
দেশের সীমান্ত নিরাপত্তা জোরদার ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ ডিসেম্বর রাত ১০টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ ফকিরগঞ্জ বিওপির একটি টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় মেইন পিলার ৩৪২ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপদইল গ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৪৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চোরাচালানকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি তার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে যাবে
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই