জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মা...
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নে এনটিভি অনলাইন প্রতিনিধি সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় ইউনিয়নের মহিলা সদস্য নুরবানুকে গ্রেফতার করে জেলা কোর্টে পাঠানো হয়েছে। ওই নারীর আইনজীবী আদালতে জামিন চাইলে জামিন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানো নির্দেশ দেন। তবে পুরুষ সদস্য আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
ঘটনার সূত্রপাত এনটিভি অনলাইনে প্রকাশিত “মহিলা মেম্বারের প্রেমে মজেছেন পুরুষ মেম্বার” শিরোনামের একটি সংবাদকে কেন্দ্র করে। সংবাদ প্রকাশের পর থেকে ইউনিয়নের দুই জনপ্রতিনিধি ক্ষিপ্ত হয়ে ওঠেন।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়মারসুলপুর ভূমি অফিস চত্বরে পরিকল্পিতভাবে সাংবাদিক মনোয়ার হোসেনের ওপর হামলা চালান নুরবানু ও আনোয়ার হোসেন। এ সময় তারা গালিগালাজ করতে করতে তাকে মারধর করেন।
প্রত্যক্ষদর্শী সাংবাদিক মোরসালিন জানান, “দুপুরের দিকে ভূমি অফিসে সংবাদ সংগ্রহ করতে গেলে দুই মেম্বার মনোয়ারকে দেখে ক্ষুব্ধ হয়ে তেড়ে আসেন। এরপর গালিগালাজ করতে করতে হামলা চালান।”
হামলার শিকার সাংবাদিক মনোয়ার হোসেন বলেন, সংবাদ প্রকাশ করায় আমাকে লক্ষ্য করে যে হামলা চালানো হয়েছে, তা গণমাধ্যমের প্রতি সরাসরি হুমকি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহল ও সাধারণ মানুষ তীব্র নিন্দা জানান। তারা বলেন, “একজন সংবাদকর্মীর ওপর প্রকাশ্যে হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত এবং আইনের প্রতি চরম অবজ্ঞা।”
এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমায়েদুল জাহেদী জানান,“সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।”
সজিবুল ইসলাম।

কোন মন্তব্য নেই