দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রইচ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়...
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে রইচ উদ্দিন (৭০) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
মাত্র কয়েক মিনিটের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুচ্ছগ্রামের ১১টি বাড়িতে। এতে ঘরবাড়ি ছাড়াও পুড়ে মারা যায় ৭টি গরু ও ৪টি ছাগল। প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অগ্নিকাণ্ডের সময় রইচ উদ্দিন প্যারালাইসিস রোগে আক্রান্ত থাকায় ঘর থেকে বের হতে পারেননি। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, আগুনে সব মিলিয়ে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই