দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির অভিযোগে ৫ট...
দিনাজপুরের হাকিমপুরে (হিলি) ঔষধের ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত ঔষধ বিক্রির অভিযোগে ৫টি ফার্মেসীকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় হিলি বাজারের বিভিন্ন ঔষধের দোকানে এ অভিযান পরিচালনা করেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন।
অভিযান চলাকালে বেশ কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ, ভেজাল ঔষুধ বিক্রির প্রমাণ মেলে। তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৫টি দোকানকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাব্বির হোসেন বলেন, জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। কেউ মেয়াদোত্তীর্ণ বা ভেজাল ঔষধ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এ ধরনের অভিযানে সাধারণ মানুষ স্বস্তি প্রকাশ করেছেন এবং বাজারে নকল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির বিরুদ্ধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম।

কোন মন্তব্য নেই