জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ...
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাটে আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি।
সোমবার বিকেল সাড়ে ৩ টায় শহরের রেলগেট জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আবারও সেখানে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, এমএ ওয়াহাবসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
এসময় শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।
রেজাউল করিম রেজা।

কোন মন্তব্য নেই